Recent Posts

LightBlog

Breaking

Friday, December 2, 2016

যুক্তরাষ্টের টেনেসিতে দাবানলে নিহত ১০

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের গ্রেট স্মোকি পবর্তমালায় দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। বিবিসি বলছে, এখনো উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
দাবানলে বুধবার পর্যন্ত গ্রেট স্মোকি মাউন্টেইন্স ন্যাশনাল পার্কের ভেতরে এবং আশপাশের সব ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে যায়, পরে বৃষ্টির সহায়তায় ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
কর্মকর্তারা বলছেন, খরার মাস চলার কারণে আগুনে ভূমি চুড়ান্ত মাত্রায় শুষ্ক হয়ে যেতে পারে। দাবানলে রিসোর্ট টাউন গ্যাটলিনবার্গের অন্তত ৩০০টি বাড়িসহ পুরো সেভিয়ার কাউন্টির সাত শ'রও বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে অথবা পুড়ে ছাই হয়ে গেছে।
মঙ্গলবার কর্তৃপক্ষ মাত্র ১৫০টি বাড়ি ক্ষতিগ্রস্ত অথবা পুড়ে গেছে বলে জানিয়েছিল।
দাবানলে টেনেসির দু্টি ছোট অবকাশযাপন শহর হুমকির মুখে পড়েছিল। এর একটি গ্যাটলিনবার্গ ও এর আশপাশের প্রায় ১৪ হাজার বাসিন্দা দাবানলের কবল থেকে রক্ষা পেতে পালিয়ে যান।

No comments:

Post a Comment