Recent Posts

LightBlog

Breaking

Sunday, November 27, 2016

স্তন কেটে পুলিশে চাকরি

জার্মান নারীদের কেউ কেউ স্তন ক্যানসার থেকে বাঁচতে স্তন কেটে ফেলেন। সিলিকনের তৈরি কৃত্রিম স্তনের দিকেই তাদের ঝোঁক। অনেকে আবার সৌন্দর্য বৃদ্ধিতে সিলিকন ইমপ্ল্যান্ট করান। এ ধরনের নারীদের জার্মান পুলিশে নিয়োগ দেওয়া হয় না।    

পুলিশের ভাষ্যমতে, তাদের পক্ষে বুলেটপ্রুফ জ্যাকেট পরা অসুবিধাজনক। যে কারণে বক্ষসৌন্দর্য বাড়ানো তরুণীদের পুলিশ বাহিনীতে চাকরি হতো না। জার্মানির প্রচলিত সেই আইন ভেঙে ফেলেছেন এক তরুণী। তিনি কলেজে থাকাকালীন সিলিকন ইমপ্ল্যান্ট করিয়েছিলেন। এরপর পুলিশে নিয়োগ পেতে পরীক্ষা দেন। সব পরীক্ষায় উত্তীর্ণও হন। এমনকি শারীরিক সক্ষমতার পরীক্ষায় খুবই ভালো ফল করেন। কিন্তু বাদ সাধে সিলিকন ইমপ্ল্যান্ট সংক্রান্ত নিয়ম। 

এরপর তিনি এর প্রতিবাদ জানিয়ে মামলা করেন। আদালতে দীর্ঘদিন মামলা চলে। সম্প্রতি আদালত সেই তরুণীর পক্ষে রায় দিয়েছেন। সুতরাং পুলিশে নিয়োগ পেতে তার আর কোনো বাধা নেই। এ রায়ের মধ্য দিয়ে স্তন কেটে ফেলা নারীরা জার্মান পুলিশে চাকরির ব্যাপারে নতুন করে আগ্রহী হয়ে উঠেছেন।

No comments:

Post a Comment